SDG-4 অনুযায়ী মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের নিমিত্ত সকল বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর সাবলীলভাবে পঠন যোগ্যতা, Reading Skill অর্জনে সহজ কৌশলপত্র দিয়ে প্রশিক্ষন প্রদান ও লক্ষ্য অর্জন সবার জন্য মানসন্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত কার। সকল শিক্ষার্থীর ছবিসহ আইডি কার্ড ও ডাটাবেজ প্রণয়নসহ প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা এবং অবকাঠামো নির্মাণ নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। ডিজিটাল শিক্ষার্থী হাজিরা ব্যবস্থা প্রণয়নের জন্য প্রয়োজনী উদ্যোগ গ্রহণ করা হবে। ঝরে পড়া ও স্কুল বর্হিভূত শিশুদের বিদ্যালয়ে আনয়ন এবং তাদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য সম্ভাব্য সকল উদ্যোগ গ্রহণ করা হবে। সকল শিশুর মানসন্মত শিক্ষা নিশ্চিত করার জন্য সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের সাথে স্থানীয় কমিউনিটিকে আরো বেশি সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS