SDG-4অনুযায়ী মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের নিমিত্ত সকল বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থীর সাবলীলভাবে পঠন যোগ্যতা, Reading Skill অর্জনে সহজ কৌশলপত্র দিয়ে প্রশিক্ষন প্রদান ও লক্ষ্য অর্জন
|
প্রস্তাবিত উদ্ভাবনের পূর্বে কেবলমাত্র ৪০%থেকে ৫০% শিক্ষার্থী সাবলীলভাবে বাংলা ও ইংরেজি পড়তে পারতো
|
২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে বেইজ লাইন সার্ভে করে বর্ণিত যোগ্যতা অর্জনের পরিমান নির্ণয় শিক্ষক ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সহজ কৌশলপত্র প্রণয়ন স্বয়ং ও কর্মকর্তাদের মাধ্যমে নিজস্ব উদ্যেগে প্রশিক্ষণ প্রদান ডিসেম্বর ২০১৯ মাসে বেইজ লাইন সার্ভেকরে ৯০%শিক্ষার্থী সাবলীলভাবে বাংলা ও ইংরেজি পড়তে পারে মর্মে রিপোর্ট প্রাপ্তি। ৩০ এপ্রিল ২০২০ এর মধ্যে ১০০% শিক্ষার্থীর পঠন যোগ্যতা ও Reading Skill অর্জনে প্রশিক্ষণ, মনিটরিং ও ফিটব্যাক প্রদান চলমান আছে।
|
প্রস্তাবিত উদ্ভাবনের পূর্বে কেবলমাত্র ৪০%থেকে ৫০% শিক্ষার্থী সাবলীলভাবে বাংলা ও ইংরেজি পড়তে পারতো। বর্তমানে বাংলা ৯০%শিক্ষার্থী বাংলা ও ৭০% শিক্ষার্থী ইংরেজি সাবলীলভাবে পড়তে পারে।
|
- গৃহীত কার্যক্রম সুনির্দিষ্ট সেবা গ্রহীতা শ্রেণীর চাহিদা পূরণে সক্ষম।
- জেলার ১১৬২টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপকৃত হচ্ছে।
- সেবাগ্রহীতাগণ উল্লেখযোগ্যভাবে উপকৃত (benefitted) হয়েছেন।
|
- গৃহীত কার্যক্রম স্থানীয় সমস্যা হ্রাসকরণে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।
- এটি ব্যবস্থাপনার বা সমস্যা সমাধানের সংগঠনিক কর্মপরিবেশ বা প্রথাগত দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনে দ্রুত সময়ে বিশেষ কৌশল পত্র প্রয়োগ করে রুটিনমাফিক কর্ম ঘন্টার অতিরিক্ত কর্মঘন্টা-য়; লক্ষ্য অর্জনে কাজ করছেন।
|
- গৃহীত কার্যক্রমের মাধ্যমে প্রদত্ত সেবা প্রয়োগযোগ্য, স্থায়ী এবং টেকসই।
- উদ্ভাবিত সমাধান জেলার সকল বিদ্যালয়ে নির্বিঘ্নে চালু রয়েছে।
|
- গৃহীত কার্যক্রম অত্র বাগেরহাট জেলার ন্যায় সমজাতীয় অন্য কোন জেলায় গ্রহণ করেছে মর্মে – কোন তথ্য জানা নেই।
- গৃহীত কার্যক্রম সমজাতীয় দেশের অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ও বাস্তবায়নযোগ্য।
- এবং অন্যান্য নীতিনির্ধারণী ক্ষেত্রে তা মডেল হিসাবে গ্রহণ করার যোগ্য।
|
- উদ্ভাবন উদ্যোগ গ্রহণে বিবেচ্য বিষয়সমূহ : উদ্ভাবন প্রস্তাব বিদ্যমান আইন ও বিধিবিধানের লঙ্ঘন করে নাই।
- এ উদ্যেগের মাধ্যমে বিদ্যমান আইন ও পদ্ধতিতে জনসাধারণকে (শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ) স্বল্প সময়ে ও বিনাখরচে এবং হয়রানি মুক্তভাবে উন্নতমানের সেবা প্রদান করা সম্ভব।
|
পেনশন
|
- প্রস্তাবিত উদ্ভাবনের পূর্বে পিআরএল বা পেনশনগামি শিক্ষকগণ তাঁদের পিআরএল/পেনশন মঞ্জুরী আদেশ পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে অসংখ্যবার যেতে হতো।
- পিআরএল/পেনশন শুরুর এক মাস থেকে ১ বছর এমনকি তারও অধিক সময় পর মঞ্জুরী আদেশ পেতেন।
- কোন কোন ক্ষেত্রে বিপুলপরিমান ঘুষ লেনদেনকরে মঞ্জুরী আদেশ পেতে হতো।
|
- আগামী ১ বছরে পিআরএল/পেনশনগামী শিক্ষকদের উপজেলা ও মাস ভিত্তিক নামের তালিকা করা হয়।
- পিআরএল/পেনশনগামি শিক্ষক ও সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারকে পিআরএল/পেনশন গমনের ন্যূনতম ৪-৬মাস আগে তাঁর আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র দপ্তরী কাম নৈশপ্রহরীর মাধ্যমে যথাক্রমে উপজেলা শিক্ষা অফিস এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণের জন্য নির্দেশনা পত্র দেওয়া হয়।
- উপজেলা শিক্ষা অফিসার আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্রাদি পিআরএল/পেনশনে গমনের নূন্যতম ৩-৫ মাস আগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দাখিল করবেন।
- জেলা প্রাথমিক শিক্ষা অফিস ১০ কর্ম দিবসের মধ্যে মঞ্জুরী করে শিক্ষা অফিসার ও হিসাব রক্ষণ অফিসার এর ই-মেইলে প্রেরণ করা হয়।
|
- সেবা প্রদান প্রক্রিয়ায় গৃহীত কার্যক্রমের পরিপ্রেক্ষিতে শিক্ষক স্বল্পসময়ে বিনা খরচে ও হয়রানি মুক্তভাবে তাঁর পিআরএল/ পেনশন মঞ্জুরী আদেশ পাচ্ছেন।
|
- গৃহীত কার্যক্রম সুনির্দিষ্ট সেবা গ্রহীতা শ্রেণীর চাহিদা পূরণে সক্ষম।
- জেলার ১১৬২টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক উপকৃত হচ্ছে।
- সেবাগ্রহীতাগণ উল্লেখযোগ্যভাবে উপকৃত (benefitted) হয়েছেন।
|
- গৃহীত কার্যক্রম স্থানীয় সমস্যা হ্রাসকরণে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।
- এটি ব্যবস্থাপনার বা সমস্যা সমাধানের সংগঠনিক কর্মপরিবেশ বা সংশ্লিষ্ট কর্মকর্তা,কর্মচারী, শিক্ষকবৃন্দর প্রথাগত দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছে। সচ্ছ ও সহজীকরন সেবা প্রদানে উৎসাহিত হয়েছে।
|
- গৃহীত কার্যক্রমের মাধ্যমে প্রদত্ত সেবা প্রয়োগযোগ্য, স্থায়ী এবং টেকসই।
- উদ্ভাবিত সমাধান স্বীয় অফিসে নির্বিঘ্নে চালু রয়েছে।
|
- গৃহীত কার্যক্রম অত্র বাগেরহাট জেলার ন্যায় সমজাতীয় অন্য কোন জেলায় গ্রহণ করেছে মর্মে – কোন তথ্য জানা নেই।
- গৃহীত কার্যক্রম সমজাতীয় দেশের অন্যান্য জেলায় ক্ষেত্রে ও বাস্তবায়নযোগ্য।
- এবং অন্যান্য নীতিনির্ধারণী ক্ষেত্রে তা মডেল হিসাবে গ্রহণ করার যোগ্য।
|
- উদ্ভাবন উদ্যোগ গ্রহণে বিবেচ্য বিষয়সমূহ : উদ্ভাবন প্রস্তাব বিদ্যমান আইন ও বিধিবিধানের লঙ্ঘন করে নাই।
- এ উদ্যেগের মাধ্যমে বিদ্যমান আইন ও পদ্ধতিতে জনসাধারণকে (শিক্ষক) স্বল্প সময়ে ও বিনাখরচে এবং হয়রানি মুক্তভাবে উন্নতমানের সেবা প্রদান করা সম্ভব।
|
নিজ অফিস, উপজেলা শিক্ষা অফিস ও সকল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন
|
পূর্বে উদ্যেগের অভাবে জাতীর জনক ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জনে সীমাবদ্ধতা ছিল।
|
জাতীর জনক ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জনের নিমিত্ত প্রধান শিক্ষক ও কর্মকর্তাগনের মাসিক সমন্বয় সভার মাধ্যমে পরামর্শ ও নির্দেশনা প্রদান উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা পত্র বাস্তাবায়নের পদক্ষেপ গ্রহন সর্বোপুরি মুজিবশতবর্ষ উদযাপনের কর্মপরিকল্পনায় বিশেষ কর্মসূচী অন্তরভূক্তি করে বাস্তবায়ন।
|
- সেবা প্রদান প্রক্রিয়ায় গৃহীত কার্যক্রমের পরিপ্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে জাতীর জনক ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জ্ঞান অর্জন অনুশীলন সহ প্রতিযোগিতায় অংশগ্রহনে উ সাহ উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে।
|
- গৃহীত কার্যক্রম সুনির্দিষ্ট সেবা গ্রহীতা শ্রেণীর( কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থীদের ) চাহিদা পূরণে সক্ষম।
- জেলার কর্মকর্তা কর্মচারী সহ ১১৬২টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপকৃত হচ্ছে।
- সেবাগ্রহীতাগণ উল্লেখযোগ্যভাবে উপকৃত (benefitted) হয়েছেন।
|
- গৃহীত কার্যক্রম কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থীদের ; জাতির জনক মুক্তিযুদ্ধের চেতনায় প্রয়োজনীয় জ্ঞানের সীমাবদ্ধতা হ্রাস করে দেশ প্রেমে উদ্বুদ্ধ সমৃদ্ধ করছে ।
- এটি ব্যবস্থাপনার বা সমস্যা সমাধানের সংগঠনিক কর্মপরিবেশ বা জাতির জনক মুক্তিযুদ্ধের চেতনায় প্রয়োজনীয় জ্ঞান অর্জনে প্রথাগত দৃষ্টিভঙ্গিতে উল্লেযোগ্য ইতিবাচক পরিবর্তন এনেছে।
|
- গৃহীত কার্যক্রমের মাধ্যমে প্রদত্ত সেবা প্রয়োগযোগ্য, স্থায়ী এবং টেকসই।
- উদ্ভাবিত সমাধান জেলার সকল বিদ্যালয়ে নির্বিঘ্নে চালু রয়েছে।
|
- গৃহীত কার্যক্রম জেলার সমজাতীয় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রহণ করেছে।
- গৃহীত কার্যক্রম সমজাতীয় দেশের অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ও বাস্তবায়নযোগ্য।
- এবং অন্যান্য নীতিনির্ধারনী ক্ষেত্রে তা মডেল হিসাবে গ্রহণ করার যোগ্য।
|
- উদ্ভাবন প্রস্তাব বিদ্যমান আইন ও বিধিবিধানের লঙ্ঘন করে নাই।
- এ উদ্যেগের মাধ্যমে বিদ্যমান আইন ও পদ্ধতিতে জনসাধারণকে (শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ)বাংলাদেশের প্রকৃত ইতিহাস,আমাদের স্বাধীনতায় জাতির জনকের অবদান, ভুমিকা ও আত্মোৎসর্গ এবং মুক্তিযুদ্ধ ও আমাদের চেতনা জাগ্রতকরণে বিনা খরচ ও সহজলভ্য ভাবে বিশেষ ভূমিকা রাখবে।
|
স্ব-অনুচিন্তন পদ্ধতিতে অর্জিত শিখন ফলের পরিমাপ
|
নির্ধারিত সময়ে শিক্ষকগন নেপ কর্তৃক নির্ধারিত অর্জিতব্য শিখন ফলের কতটুকু অর্জন করেতে পেরেছেন তা পরিমাপ করেন নি বা ওয়াকিবহাল হতেন না।
|
MB (Measurent Book) এর মাধ্যমে প্রত্যেক শিক্ষক তাঁর কর্তৃক শিক্ষার্থীদের অর্জিতব্য ও অর্জিত শিখন ফল নির্ণয় পূর্বক আত্মমূল্যায়ন ও আত্মশুদ্ধির উপায় গ্রহন করবেন।
|
সেবা প্রদান প্রক্রিয়ায় গৃহীত কার্যক্রম গত ৫.২.২০২০ খ্রি. নেওয়া হয়েছে। নির্দিষ্ট সমায়ান্তে (ত্রৈয়মাসিক) নির্ণীত হবে।
|
- গৃহীত কার্যক্রম সুনির্দিষ্ট সেবা গ্রহীতা শ্রেণীর চাহিদা পূরণে সক্ষম।
- জেলার ১১৬২টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপকৃত হচ্ছে।
- সেবাগ্রহীতাগণ উল্লেখযোগ্যভাবে উপকৃত (benefitted) হয়েছেন।
|
- গৃহীত কার্যক্রম কাঙ্খিত শিখন ফল অর্জনের সীমাবদ্ধতা হ্রাসকরণে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করবে।
- এটি ব্যবস্থাপনার বা সমস্যা সমাধানের সংগঠনিক কর্মপরিবেশ বা প্রথাগত দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনে নির্দিষ্ট সময়ে আন্তরিক ও মনোযোগী হয়ে প্রাথমিক শিক্ষার নির্ধারিত লক্ষ্য, উদ্দেশ্য, শ্রেণী ভিত্তিক যোগ্যতা ও প্রান্তিক যোগ্যতা সমূহ অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে।
|
- গৃহীত কার্যক্রমের মাধ্যমে প্রদত্ত সেবা প্রয়োগযোগ্য, স্থায়ী এবং টেকসই।
- উদ্ভাবিত সমাধান জেলার সকল বিদ্যালয়ে নির্বিঘ্নে চালু রয়েছে।
|
- গৃহীত কার্যক্রম জেলার সমজাতীয় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রহণ করেছে।
- গৃহীত কার্যক্রম সমজাতীয় দেশের অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ও বাস্তবায়নযোগ্য।
- এবং অন্যান্য নীতিনির্ধারণী ক্ষেত্রে তা মডেল হিসাবে গ্রহণ করার যোগ্য।
|
- উদ্ভাবন প্রস্তাব বিদ্যমান আইন ও বিধিবিধানের লঙ্ঘন করে নাই।
- এ উদ্যেগের মাধ্যমে বিদ্যমান আইন ও পদ্ধতিতে শিক্ষক, শিক্ষার্থীবৃন্দকে নির্ধারিত সময়ে ও বিনাখরচে নির্ধারিত যোগ্যতা অর্জনে সক্ষমাতা বৃদ্ধি করবে।
|
জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু উদ্যান করা
|
এই উদ্ভাবনের পূর্বে সকল বিদ্যালয়ে ফলজ,বনজ ও ঔষধি বাগান ছিল না।
|
প্রতিটি বিদ্যালয়ের নিজস্ব জমির উপর ভিত্তিকরে নান্দনিক ভাবে ফলজ,বনজ ও ঔষধি বাগান তৈরীর নিমিত্ত মুজিব শতবর্ষ কর্মপরিকল্পনার এ বিশেষ কর্মসূচী গ্রহন করা হয়েছে। প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সমন্বয় সভায় বিশেষ নির্দেশনা প্রদান করা হয়েছে। জেলা পর্যায়ের মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে ইনোভেশন উদ্যোগ বাস্তবায়ন ও মুজিব বর্ষ কর্মপরিকল্পনা প্রণয়ন সম্পর্কিত সভার কার্যবিবরণী প্রতিটি বিদ্যালয়ে বিতরন পূর্বক বাস্তবায়নের পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
|
সেবা প্রদান প্রক্রিয়ায় গৃহীত কার্যক্রম গত ৫.২.২০২০ খ্রি. নেওয়া হয়েছে। আগষ্ট ২০২০ খ্রি. এর মধ্যে বাস্তবায়নের লক্ষ্য অর্জন নির্ধার পূর্বক কার্যক্রম চলমান রয়েছে।
|
- গৃহীত কার্যক্রম সুনির্দিষ্ট সেবা গ্রহীতা শ্রেণীর ফলজ, বনজ ও নান্দনিক চাহিদা পূরণে সক্ষম।
- জেলার ১১৬২টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও দেশবাসী উপকৃত হবে।
- সেবাগ্রহীতাগণ উল্লেখযোগ্যভাবে উপকৃত (benefitted) হবে।
|
- গৃহীত কার্যক্রম স্থানীয় বাসযোগ্য ও নান্দনিক পরিবেশ সৃষ্টির সমস্যা হ্রাসকরণে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করবে।
- এটি ব্যবস্থাপনার বা সমস্যা সমাধানের সাংগঠনিক কর্মপরিবেশ বা প্রথাগত দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন করে নান্দনিক দৃষ্টিভঙ্গির আধিকারী করবে।
- জলবায়ুর বৈশ্বিক পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাস করবে।
|
- গৃহীত কার্যক্রমের মাধ্যমে প্রদত্ত সেবা প্রয়োগযোগ্য, স্থায়ী এবং টেকসই।
- উদ্ভাবিত সমাধান জেলার সকল বিদ্যালয়ে নির্বিঘ্নে চালু রয়েছে।
|
- গৃহীত কার্যক্রম জেলার সমজাতীয় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রহণ করেছে। সমজাতীয় অন্য কোন প্রতিষ্ঠানে এ ধরণের কার্যক্রম গৃহীত হয়েছে মর্মে- তথ্য জানা নাই।
- গৃহীত কার্যক্রম সমজাতীয় দেশের অন্যান্য প্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে ও বাস্তবায়নযোগ্য।
- এবং অন্যান্য নীতিনির্ধারণী ক্ষেত্রে তা মডেল হিসাবে গ্রহণ করার যোগ্য।
|
- উদ্ভাবন প্রস্তাব বিদ্যমান আইন ও বিধিবিধানের লঙ্ঘন করে নাই।
- এ উদ্যেগের মাধ্যমে বিদ্যমান আইন ও পদ্ধতিতে জনসাধারণকে (শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ) স্বল্প সময়ে ও স্বল্প ব্যয়ে উন্নতমানের সেবা প্রদান করা সম্ভব।
|